ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: ফুলগাজীতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

আদর পাটোয়ারী,ফুলগাজীঃ ফুলগাজী উপজেলার আমজাদহাটে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে উপজেলার আমজাদহাট বাজারে এই অভিযান চালানো হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মাইনুদ্দিন ওরফে কালা (৩৩)। তিনি আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র সিংহের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে আমজাদহাট বাজারে অভিযান চালায়। এ সময় মাইনুদ্দিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, "ফুলগাজীতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। সমাজের ক্ষতিসাধনকারী মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
আটককৃত মাইনুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন