সোনাগাজীর জনপ্রিয় হাওয়াই রোডে কিশোর গ্যাং এর উৎপাত, আতঙ্কে স্থানীয়রা।
আনোয়ার হোসাইন:
সোমবার | ২৫ আগষ্ট ২০২৫
সোনাগাজীর জনপ্রিয় হাওয়াই রোডে কিশোর গ্যাং এর উৎপাত, আতঙ্কে স্থানীয়রা
সোনাগাজী পৌরসভার আওতাধীন হাওয়াই রোড অল্প সময়ের মধ্যেই পৌরবাসীর কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিকেলের শান্ত পরিবেশে হাঁটা কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডা— সব মিলিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য এটি ইতোমধ্যেই সবার পছন্দের জায়গা হয়ে উঠেছে।
কিন্তু সম্প্রতি এই শান্ত পরিবেশ নষ্ট করছে কিছু কিশোর গ্যাং। স্থানীয় সূত্র জানায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের টিপু রোড (হাওয়াই রোড) এলাকায় প্রতিনিয়ত বহিরাগত কিশোর গ্যাংয়ের ছেলেরা দলবল নিয়ে এসে সংঘাত, মারামারি ও হানাহানিতে লিপ্ত হচ্ছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (২৪ আগষ্ট) বিকেলেও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় একটি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এলাকাটি মূলত পরিবার-পরিজন নিয়ে হাঁটা-চলার জন্য উপযুক্ত ছিল, কিন্তু এখন কিশোর গ্যাংয়ের কারণে মানুষ স্বাভাবিকভাবে বসতে বা আড্ডা দিতে পারছে না।”
স্থানীয়রা মনে করছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন