১৮ বছর পর ফরহাদনগর চরকালীদাস সোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

১৮ বছর পর ফরহাদনগর চরকালীদাস সোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ ১৮ বছর পর ফরহাদনগর চরকালীদাস সোবহানিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯৫ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গণনা সম্পন্ন হয়। এতে ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে দাখিল স্তরে শামসুল হুদা (দুলাল) ১১৫ ভোট এবং মনির আহমেদ ১০৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে বিজয়ী হন।

ইফতেদায়ী স্তরে নাজমুল হোসেন ৫০ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম পেয়েছেন ৪৯ ভোট।

আলিম স্তরে জহিরুল হক ও মীর আবুল কালাম সমান সংখ্যক ভোট পেলে লটারির মাধ্যমে জহিরুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। একই স্তরে জসিম উদ্দিন ১০ ভোট পেয়ে বিজয় অর্জন করেন।

মহিলা অভিভাবক প্রতিনিধি হিসেবে সকল স্তরে ২১২ ভোট পেয়ে আসমা আক্তার বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোজিনা আক্তার পেয়েছেন ১০৭ ভোট।

উল্লেখ্য, এ নির্বাচনে জামায়াতে ইসলামী পূর্ণ প্যানেলে বিজয় লাভ করে।

মন্তব্যসমূহ