মানবাধিকার সম্মাননায় ভূষিত সোনাগাজী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল

মানবাধিকার সম্মাননায় ভূষিত সোনাগাজী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল

বিশেষ প্রতিনিধি :
শিক্ষা, সুশাসন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মানবাধিকার সম্মাননা পেয়েছেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল।

বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি আয়োজিত "মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয়" শীর্ষক সেমিনার এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মাদ্রাসার রূপান্তরের নেপথ্যে ইব্রাহিম খলিল

দায়িত্ব গ্রহণের পর থেকেই সোনাগাজী কামিল মাদ্রাসার সামগ্রিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখে চলেছেন তিনি। শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা ফলাফল, প্রশাসনিক স্বচ্ছতা—সব ক্ষেত্রেই এসেছে দৃশ্যমান অগ্রগতি।

বিশেষ করে আলোচিত নুসরাত হত্যা ঘটনার পর মাদ্রাসার ভেঙে পড়া ভাবমূর্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর নেতৃত্বে দীর্ঘদিনের দাবিকৃত কামিল (মাস্টার্স) শ্রেণীর অনুমোদন লাভ করে মাদ্রাসা।

এছাড়া তাঁর প্রচেষ্টায় বাতিল হওয়া আলিম ও ফাজিল পরীক্ষা কেন্দ্র পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর আস্থা ফিরে আসে।

যোগ্যতার স্বীকৃতি

অধ্যক্ষ ইব্রাহিম খলিল শিক্ষাজীবনে অর্জন করেছেন একাধিক প্রথম শ্রেণীর ডিগ্রি—

এম.এম (ফাস্ট ক্লাস)

এম.এফ (স্ট্যান্ড)

বিএ (ফাস্ট ক্লাস)

এম.এ (স্ট্যান্ড)


মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়—উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে তিনি নিজেকে একজন দক্ষ শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি

সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এম. ইব্রাহিম পাটোয়ারী।
প্রধান অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোঃ আবুল কাশেম এবং প্রধান আলোচক ছিলেন রশিদ-আনোয়ার মেমোরিয়াল ফ্রি চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ খুরশিদ আলম।

মন্তব্যসমূহ