শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামের শ্রমনীতি বাস্তবায়নের অঙ্গীকার" - ডা. মোঃ ফখরুদ্দিন মানিক।

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামের শ্রমনীতি বাস্তবায়নের অঙ্গীকার" - ডা. মোঃ ফখরুদ্দিন মানিক।
Published from Blogger Prime Android App
ফয়সাল বিন আলম:
দাগনভূঁঞা উপজেলা ৪নং রামনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ‘শ্রমজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–৩ (দাগনভূঁঞা–সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ডা. মোঃ ফখরুদ্দিন মানিক।

ইউনিয়ন আমীর মাষ্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি আব্দুল মোতালেবের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মানিক বলেন,
“শ্রমিকরা আল্লাহর বন্ধু। নিজের মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকরাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। সভ্যতার প্রাসাদ নির্মিত হয় শ্রমিকের কঠোর পরিশ্রম, রক্ত ও ঘামের উপর। কিন্তু সমাজে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। ন্যূনতম মজুরিও তারা অনেক সময় পান না। আমরা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। রাসুল (সা.) বলেছেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করো।’ ইসলামের শ্রমনীতি কার্যকর করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো, ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন,
“শীতকালে শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের প্রতি সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করা সকলের দায়িত্ব। সমাজে সম্প্রীতি ও মানবিকতা ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঁঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সাল উদ্দিন।
স্থানীয় নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মন্তব্যসমূহ