স্মার্টফোন নিষিদ্ধ: বিতর্কের মুখে পরশুরাম সরকারি কলেজ

স্মার্টফোন নিষিদ্ধ: বিতর্কের মুখে পরশুরাম সরকারি কলেজ,

পরশুরাম প্রতিনিধি,২৩ নবেম্বর ||২০২৫
 শিক্ষার্থীদের কয়েকটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ফেনীর পরশুরাম সরকারি কলেজে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশিকা জারি করেছে।
 
 কলেজ সূত্র ও স্থানীয়দের মতে, সম্প্রতি কলেজের অধ্যয়নরত কয়েকজন শিক্ষার্থীর কিছু বিতর্কিত কার্যকলাপের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়। এই ভিডিওগুলি কলেজের পরিবেশ ও শিক্ষার্থীদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। 

এরই প্রেক্ষিতে কলেজের অভ্যন্তরে শৃঙ্খলামূলক পরিবেশ ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে কলেজ প্রশাসন স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

 পরশুরাম সরকারি কলেজ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এখন থেকে কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে মোবাইল ফোন, বিশেষ করে স্মার্টফোন, নিয়ে প্রবেশ করতে পারবে না। এই নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
 
 স্মার্টফোন নিষিদ্ধের এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কলেজটি ফেনী জেলার মধ্যে সবচেয়ে খারাপ ফল করেছে। 
শিক্ষার্থীদের খারাপ ফলাফলের পর এই ধরনের শৃঙ্খলাজনিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো। শিক্ষাবিদদের একাংশের মতে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং ফলস্বরূপ তা তাদের একাডেমিক পারফরম্যান্সকেও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। কলেজ কর্তৃপক্ষের এই পদক্ষেপ খারাপ ফলাফল থেকে উত্তরণের একটি প্রচেষ্টা হতে পারে বলে মনে করা হচ্ছে।
 
 কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল শিক্ষার্থী এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকে জরুরি যোগাযোগ বা শিক্ষামূলক প্রয়োজনের দোহাই দিয়ে এর সমালোচনা করেছে। তবে কলেজের শিক্ষকরা আশা করছেন, এই নতুন নিয়ম শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে আরও মনোযোগী হতে সাহায্য করবে এবং ক্যাম্পাসে একটি সুস্থ ও শিক্ষণীয় পরিবেশ ফিরিয়ে আনবে।

মন্তব্যসমূহ