আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট; রোমাঞ্চকর টাই-ব্রেকারে চ্যাম্পিয়ন নাসিম কলেজ
-
নিজস্ব প্রতিবেদকঃ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনালে দারুণ লড়াইয়ের মাধ্যমে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিক পারফরম্যান্সে সেমিফাইনাল পেরোনো দলটি ফাইনালের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখিয়েছে মনোবল, দক্ষতা এবং চূড়ান্ত চাপে ঠাণ্ডা মাথায় খেলার অসাধারণ সক্ষমতা।
নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই ১–১ গোলে সমতায় থাকে। অতিরিক্ত চার মিনিট যোগ করা হলেও কোনো দলই জয়ের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় উত্তেজনাপূর্ণ টাই-ব্রেকারে। সেখানে নাসিম কলেজ নিখুঁত নৈপুণ্যে ৫–৩ গোলে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।
ম্যাচজুড়ে খেলোয়াড়দের দৃঢ়তা, গতি, ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা দর্শক-সমর্থকদের মন জয় করে।
এবারের টুর্নামেন্টে নাসিম কলেজের রক্ষণভাগ ছিল বিশেষভাবে আলোচনায়। ফাইনালে সেই শক্তির প্রমাণ রেখেই টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয় নাসিম কলেজের দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাফসিরুল ইসলাম। ট্রাইবেকারে তার গুরুত্বপূর্ণ সেভ দলকে এনে দিয়েছে অমূল্য আত্মবিশ্বাস।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী নিহাল।
নাসিম কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির সদস্য ম্যাচ ম্যানেজার প্রভাষক সেলিম উদ্দিন, টিমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক আ.ছ.ম ফজলুল করিম সম্রাট এবং প্রভাষক জহিরুল ইসলাম রাজু। তাদের সমন্বিত দিকনির্দেশনা ও তদারকি দলকে করেছে আরও সুসংগঠিত।
কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ দিদারুল আলম বলেন, “ফেনীর উত্তর জনপদের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ বিগত বছরগুলোতে একাডেমিক ফলাফলে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার খেলাধুলায় শীর্ষে উঠে কলেজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ।”
শিরোপা জয়ের পর পুরো কলেজ পরিবারে এখন উৎসবের আবহ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমর্থকদের উচ্ছ্বাসে ফুলগাজী–পরশুরামের এলাকা পরিণত হয়েছে আনন্দের এক উৎসবমুখর পরিবেশে।
টুর্নামেন্ট–২০২৫-এর মুকুট জিতে নাসিম কলেজ আবারও প্রমাণ করলো সংগঠিত প্রস্তুতি, দলগত সমন্বয়, শৃঙ্খলা এবং জয়ের প্রতি অদম্য আগ্রহ থাকলে কোনো সাফল্যই অসম্ভব নয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন