সোনাগাজীতে বটি দা’য়ের কোপে যুবক খুন: চারজন আটক

বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে পারিবারিক বিরোধের জেরে সুজন (২৫) নামে এক যুবককে বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ৫নং চর দরবেশ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ চর সাহা ভিখারী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে অভিযুক্তরা ভিকটিম সুজনের ওপর বটি দা দিয়ে কোপায়, এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটকরা হলেন—
১. মামুন হোসেন (২৯), পিতা মৃত সোলেমান, মাতা কাঞ্চনা বেগম, গ্রাম চোপল্লী তলব সা বাড়ি, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী;
২. আসমা আক্তার (২০), স্বামী মামুন হোসেন, পিতা কামাল হোসেন, গ্রাম দক্ষিণ চর সাহা ভিখারী, ইউনিয়ন চর দরবেশ;
৩. লিপি আক্তার (৪০), স্বামী কামালউদ্দিন, একই গ্রামের বাসিন্দা;
৪. জামসের আলম (৪৫), পিতা আব্দুর রহিম, একই এলাকার বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা জব্দ করা হয়েছে। আটক আসামিদের থানায় রাখা হয়েছে।
এই ঘটনায় সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা (নং-০৫, তারিখ ০৩/১১/২৫ইং, ধারা ৩০২/৩৪) দায়ের করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন