ফেসবুক মন্তব্য নিয়ে ছাগলনাইয়ায় ছাত্রদল নেতার হামলা, আহত ৫

ফেসবুক মন্তব্য নিয়ে ছাগলনাইয়ায় ছাত্রদল নেতার হামলা, আহত ৫


আনোয়ার হোসাইন:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের সামনে এ হামলা হয়। অভিযুক্তদের নেতৃত্বে ছিলেন মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাহাত উদ্দিন ভূঁইয়া।

আহতরা হলেন জাহিদুল ইসলাম সামীম, ইমরান হোসেন, আরমান হাসান, রাফি, আরাফাত ও অনিক — সবাই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাতের ভাই ফাহাদ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করলে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে রাহাতসহ কয়েকজন অস্ত্র নিয়ে এসে হামলা চালায়।

ঘটনার পর সন্ধ্যায় স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক, পুলিশ ও অভিভাবকদের উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়ার শর্তে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়।

রাহাত দাবি করেছেন, “ঘটনা মীমাংসা হয়েছে, বড় কিছু নয়।”
তবে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুল কবির জানিয়েছেন, “এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্যসমূহ