'ফেনী সরকারি কলেজে শিবিরের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মুনাজাত'

'ফেনী সরকারি কলেজে শিবিরের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মুনাজাত'
Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শহীদ আবরার ফাহাদ এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে দোয়া ও মুনাজাত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আজ বাদ আসর কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —

শফিকুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা

এনামুল হক, কলেজ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখা

মো. ইয়াছিন, কলেজ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা

হাসিবুল ইসলাম, এইচ.আর.ডি সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।
এই সময় আরো উপস্থিত ছিলেন কলেজ শিবিরের সভাপতি এফ আই চৌধুরী পলাশ এবং সেক্রেটারী শুভ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। 
অনুষ্ঠানের শেষে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মন্তব্যসমূহ