শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আপ বাংলাদেশের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ফেনীতে

শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীতে আপ বাংলাদেশের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ফেনীতে


আলমাস শাহরিয়ারঃ

দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে সোচ্চার শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে “আগ্রাসন প্রতিরোধ দিবস” পালন করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ফেনী জেলা শাখা।


এ উপলক্ষে দাগনভূঞা উপজেলায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের দেশপ্রেম, আদর্শ ও আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। শিশুদের মাঝে আবরারের পরিচয় তুলে ধরে চকলেট বিতরণ করা হয়।


ফেনী জেলার আহ্বায়ক মোহাম্মদ ইউনুস বলেন, “আবরার ছিলেন এক সাহসী কণ্ঠস্বর, যিনি দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার চেতনাকে আরও দৃঢ় করেছে।”


এ সময় শহীদ আবরার ফাহাদসহ জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী জেলার আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব জিয়াউদ্দিন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ

মন্তব্যসমূহ