পি, আর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পি, আর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার মতবিনিময় সভা ফেনী সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুইঁয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর এ.কে.এম সামছুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।
ফেনী জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ বলেন—
> “আগামী জাতীয় নির্বাচন দুই কক্ষেই পি.আর. পদ্ধতি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।”
সাবেক জেলা আমীর এ.কে.এম সামছুদ্দিন বলেন—
> “যুগে যুগে রাষ্ট্র সংস্কারের জন্য জামায়াতে ইসলামী নানা রূপরেখা দিয়েছিল। কেয়ারটেকার সরকার ব্যবস্থারও রূপকার ছিল জামায়াতে ইসলামী। পি, আর ব্যবস্থাও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে।”
প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভুইঁয়া বলেন—
“সঙ্গে থাকলে সঙ্গী আর বিপক্ষে গেলে হবে জঙ্গি — এ ন্যারেটিভ দাঁড় করিয়ে এ জাতিকে আর বোকা বানানো যাবে না। জাতি এখন অনেক সচেতন। ইনশাআল্লাহ, এ দেশের জনগণ আগামী নির্বাচনে পি.আর. পদ্ধতির মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী বেছে নেবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই সনদ যদি জানুয়ারিতে হয়, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জামায়াত শতভাগ প্রস্তুত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে প্রয়োজনে পুনরায় জুলাইয়ের সূচনা হবে। তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুর রহিম। এসময় তিনি বলেন—
> “যারা জুলাইকে ধারণ করে না, তারাই আজ সরকারে বসে আছে। তারা নিরাপদ এক্সিট চাচ্ছে। কিন্তু পি.আর. পদ্ধতি বাস্তবায়ন ছাড়া তাদের সেইফ এক্সিট দেওয়া হবে না।”
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম। তিনি বলেন—
> “দেশের সকল অরাজকতার মূল কারণ সৎ নেতৃত্বের অভাব। পি.আর. পদ্ধতির মাধ্যমে সৎ নেতৃত্ব উঠে আসবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা আমির মাওলানা নাদেরুজ্জামান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন