সোনাগাজীতে পুলিশের ওপর হামলা: লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার, এক আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা পুলিশের একটি শটগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার ও লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, সোমবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৫টা ১০ মিনিটের দিকে সোনাগাজী থানার এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। এসময় জিআর ৮৫/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফ (পিতা- আবুল হাশেম, সাং- আহাম্মদপুর, আমিরাবাদ ইউনিয়ন) গ্রেফতারের লক্ষ্যে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে আসামি ও তাদের পরিবারের সদস্যরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে একজন সদস্যকে আহত করে এবং পুলিশের একটি শটগান ও একটি ওয়াকিটকি কেড়ে নিয়ে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করে তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন