ফেনীতে ৫ দিনব্যাপী ইসলামী বই মেলা অনুষ্ঠিত হবে

ফেনীতে ৫ দিনব্যাপী ইসলামী বই মেলা অনুষ্ঠিত হবে

আলমাস শাহরিয়ার শিশিরঃ শহর প্রতিনিধি।

আগামী ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ফেনী শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী “ইসলামী বই মেলা”। এ মেলায় ঢাকার স্বনামধন্য বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

ইসলামী সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিস্তারে এই বই মেলায় থাকবে আলেম, গবেষক ও পাঠকদের জন্য নানা ধরনের মানসম্পন্ন ইসলামিক গ্রন্থ। শিশু-কিশোরদের জন্যও থাকবে উপযোগী বই ও আকর্ষণীয় আয়োজন।

বই মেলার সার্বিক প্রস্তুতি ও প্রশাসনিক বিষয় নিয়ে আজ ফেনী জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আয়োজক কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা মেলার সফল আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে

মন্তব্যসমূহ