ফুলগাজীর মুন্সীরহাটে সিলোনীয়া নদীতে বাঁশের সাঁকো উদ্বোধন 

ফুলগাজীর মুন্সীরহাটে সিলোনীয়া নদীতে বাঁশের সাঁকো উদ্বোধন 

Published from Blogger Prime Android App
আদর পাটোয়ারী,ফুলগাজীঃ

ফেনীর ফুলগাজী উপজেলার ২নং মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য ফরিদ আহমেদের উদ্যোগে নির্মিত এ সেতু উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। 

উল্লেখ্য, সিলোনীয়া নদীর দুই তীরে অবস্থিত কমুয়া, চাঁনপুর, পৈথারা ও জামমুড়া গ্রামের ১০ থেকে ১৫ হাজার মানুষ প্রতিদিন নদী পারাপারে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে নারী-পুরুষ—সবারই একই কষ্ট। সেতু না থাকায় ঝুঁকি নিয়ে নৌকা বা বাঁশের ভেলায় পার হতে হয় তাদের। বিকল্প হিসেবে ঘুরে যেতে হয় প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

বিগত সময়ে স্থানীয়রা একাধিকবার স্থায়ী সেতু নির্মাণের দাবি জানালেও জনপ্রতিনিধিরা কেবল আশ্বাস দিয়েই থেমে গেছেন। কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ কমাতে উদ্যোগী হন তরুণ সমাজকর্মী ফরিদ আহমেদ ভূঞা। তিনি নিজ খরচে বাঁশ, দড়ি ও কাঠ সংগ্রহ করে স্থানীয়দের সঙ্গে নিয়ে শুরু করেন সাঁকো নির্মাণ।

মন্তব্যসমূহ