তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদে ফেনী কলেজের নাজমুল
আলমাস শাহরিয়ার শিশিরঃ ফেনী শহর প্রতিনিধিঃ
তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদে সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু ছাকিব মো. নাজমুল হক।
বর্তমানে তিনি ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি, বিতর্ক ও সংগঠনচর্চায় সমানভাবে পারদর্শী এই তরুণ ইতোমধ্যে নিজেকে একজন সক্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নাজমুল বর্তমানে Language Club of English Department (LCED)-এর প্রেসিডেন্ট এবং Feni Government College Debating Society (FCDS)-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি Feni Youth Club-এর কো-অর্ডিনেটর এবং Association of Children Welfare-এর Leader of Ambassador হিসেবেও যুক্ত আছেন।
ফেনী জেলার সীমানা ছাড়িয়ে তিনি কাজ করছেন জাতীয় পর্যায়েও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন NUSDF Bangladesh-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে তিনি Secretary of Content হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ার আগে তিনি ২০২৪-২৫ কার্যবর্ষে উক্ত সংগঠনের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। সেই বছর তিনি নির্বাচিত হয়েছিলেন ‘বর্ষসেরা গল্পলেখক’ হিসেবেও।
উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
তরুণ এই সংগঠক ও লেখকের সাফল্য ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন