তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদে ফেনী কলেজের নাজমুল

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদে ফেনী কলেজের নাজমুল

আলমাস শাহরিয়ার শিশিরঃ ফেনী শহর প্রতিনিধিঃ

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় পর্ষদে সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু ছাকিব মো. নাজমুল হক।

বর্তমানে তিনি ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি লেখালেখি, বিতর্ক ও সংগঠনচর্চায় সমানভাবে পারদর্শী এই তরুণ ইতোমধ্যে নিজেকে একজন সক্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

নাজমুল বর্তমানে Language Club of English Department (LCED)-এর প্রেসিডেন্ট এবং Feni Government College Debating Society (FCDS)-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি Feni Youth Club-এর কো-অর্ডিনেটর এবং Association of Children Welfare-এর Leader of Ambassador হিসেবেও যুক্ত আছেন।


ফেনী জেলার সীমানা ছাড়িয়ে তিনি কাজ করছেন জাতীয় পর্যায়েও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়নমূলক সংগঠন NUSDF Bangladesh-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে তিনি Secretary of Content হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ তরুণ লেখক ফোরামের কেন্দ্রীয় দায়িত্ব পাওয়ার আগে তিনি ২০২৪-২৫ কার্যবর্ষে উক্ত সংগঠনের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। সেই বছর তিনি নির্বাচিত হয়েছিলেন ‘বর্ষসেরা গল্পলেখক’ হিসেবেও।


উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তিনি ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

তরুণ এই সংগঠক ও লেখকের সাফল্য ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণার একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

মন্তব্যসমূহ