সোনাগাজীতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান

সোনাগাজীতে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান
Published from Blogger Prime Android App
বিশেষ প্রতিনিধি:
বুধবার (৯ অক্টোবর ২০২৫) সোনাগাজী পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় ফুটপাত দখল করে রাখা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও সোনাগাজী মডেল থানা কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ জন ব্যবসায়ীকে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম একটি বড় পুলিশ টিম নিয়ে উপস্থিত ছিলেন এবং তিনি সকল দোকানদারকে সতর্ক করেন যাতে কেউ পুনরায় ফুটপাত দখল না করে।

যৌথ এ অভিযানে পৌরসভা কর্তৃপক্ষ সক্রিয়ভাবে সহায়তা করে। অভিযানকালে বেশ কয়েকটি দোকানের সামনের অংশ ভেঙে ফেলা হয় এবং ফুটপাত মুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন