ফেনীতে ইসলামী ব্যাংককে এস আলমের রাহু মুক্ত করার দাবিতে মানববন্ধন

ফেনীতে ইসলামী ব্যাংককে এস আলমের রাহু মুক্ত করার দাবিতে মানববন্ধন


আলমাস শাহরিয়ারঃ ফেনী শহর  প্রতিনিধি | ৬ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংককে এস আলমের দখল ও প্রভাব থেকে মুক্ত করে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রার্থী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সদস্য একে.এম. আবদুর রহীম। পরিচালনা করেন অধ্যাপক গোলাম মাহবুব নাইম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার ফজলুল হক। এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইয়াকুব ফারুকী, সরোয়ার আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এক সময় এটি বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের একটি ছিল। কিন্তু এস আলম নামের এক কুলাঙ্গার ব্যক্তি ব্যাংকটির সুনাম ও স্থিতিশীলতা নষ্ট করেছে।”

তাঁরা আরো বলেন, জুলাই বিপ্লবের পর ১৪ মাস পেরিয়ে গেলেও এখনো ইসলামী ব্যাংক থেকে এস আলমের অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বহিষ্কার করা হয়নি, যা অত্যন্ত দুঃখজওকে

বক্তারা অবিলম্বে এসব অবৈধ ও অযোগ্য কর্মচারীদের বহিষ্কার করে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন কর্মকর্তা নিয়োগের দাবি জানান। সেই সঙ্গে তাঁরা এস আলমের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে তাকে দেশে ফিরিয়ে আনা ও পাচারকৃত অর্থ উদ্ধার করার আহ্বান জানান।

মন্তব্যসমূহ