দুর্গাপূজা উপলক্ষে ফেনীতে বিএনপি নেতাদের আর্থিক অনুদান প্রদান

দুর্গাপূজা উপলক্ষে ফেনীতে বিএনপি নেতাদের আর্থিক অনুদান প্রদান

আলমাস শাহরিয়ার শিশির (শহর প্রতিনিধি);

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী-১ আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পক্ষ থেকে ফেনী শহরের বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ এ অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা বিএনপির নেতা আনোয়ার পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হোক এই কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান তারা

মন্তব্যসমূহ