ফুলগাজীতে কহুয়া নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

আদর পাটোয়ারী,ফুলগাজীঃ
ফেনীর ফুলগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আবুল বসর (৫৫) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার কহুয়া নদীর পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে আবুল বসর মাছ ধরতে বের হন। কিন্তু রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি স্থানীয় মসজিদের মাইকেও তার নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার করা হয়। রাত সাড়ে ৯টার দিকে কহুয়া নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, “কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। প্রয়োজনে ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হবে।”
আবুল বসর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি চার সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন