"ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পারিবারিক মিলনমেলা "

আলমাস শাহরিয়ার শিশির:
ভ্রাতৃত্বের বন্ধনে থাকবো আজীবন এই স্লোগানকে সামনে রেখে ফেনী সরকারি কলেজের ঐতিহ্যবাহী সংগঠন ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পারিবারিক মিলনমেলা শুক্রবার সকালে কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। স্বাগত বক্তব্য দেন প্রথম পারিবারিক মিলনমেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এটিএম হাবীবুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য দেন ফেনী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ করিম, ফেনী সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহির উদ্দিন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক পেয়ার আহাম্মদ, ফেনী সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান, সরকারি জিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু আবদুল্লাহ, মহিপাল সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ, ফেনী সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসানুজ্জামান ও প্রভাষক জেসমিন আক্তার।

সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম সাইফুল ইসলাম সোহেল। মিলনমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মীর মোশারফ হোসেন ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কিরন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। দিনব্যাপী মিলনমেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতা এবং সন্ধ্যায় আকর্ষণীয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
প্রধান বক্তা ড. শাহাদাত হোসেন পাটোয়ারী বলেন, “ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আগামীতে নবীন ও প্রবীণদের মাঝে সেতুবন্ধন তৈরি করবে।” তিনি সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, “বৃহৎ পরিসরে কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কল্যাণে যে কোনো কার্যক্রমে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন