ফুলগাজীতে ব্যতিক্রমী আয়োজনে উপজেলা ছাত্রদলের ৩১ দফা প্রচারণা
আদর পাটোয়ারী,ফুলগাজীঃ
ফেনীর ফুলগাজীতে ব্যতিক্রমী আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা। পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাইকেল র্যালি, যার মাধ্যমে ছাত্রদল নেতারা জনপদে জনপদে ঘুরে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার বার্তা পৌঁছে দেন।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি দেশের জনগণের মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও পরিবর্তনের রূপরেখা।” তারা আরও জানান, ছাত্রদল তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তনের অগ্রদূত হিসেবে মাঠে থেকে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা একযোগে শান্তিপূর্ণ আন্দোলন ও সাংগঠনিক ঐক্য দৃঢ় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন