ছাত্রশিবির ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছাত্রশিবির ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আলমাস শাহরিয়ার শিশিরঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ শাখার উদ্যোগে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে “নিপীড়ন বিরোধী দিবস” পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ ইয়াছিন এবং জেলা এইচআরডি সম্পাদক হাসিবুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর। তার শাহাদত তরুণ সমাজকে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি সম্রাট। উপস্থিত ছিলেন শাখার সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শহীদ আবরার ফাহাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন