ফেনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত

ফেনীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত
Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির | শহর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত “সাথী সমাবেশ ২৫” সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং বর্তমান আমির মুফতি আব্দুল হান্নান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার ওমর ফারুক,
এবং সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলাল।

সভায় বক্তারা ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ছাত্রশিবিরের ভূমিকা, নৈতিক ও আদর্শবান নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন