ফেনীতে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন"
আলমাস শাহরিয়ার শিশির। ফেনী, ১২ অক্টোবর ২০২৫
সারাদেশের ন্যায় ফেনীতেও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি ছিলেন মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনী ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম এন্ড অপস্); এবং সুলতানা নাসরিন কান্তা, উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, সিভিল সার্জন, ফেনী।
অনুষ্ঠানে বক্তারা জানান, শিশু-কিশোরদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে জেলার মোট লক্ষ্যমাত্রার প্রায় ৭০% শিশু-কিশোর ভ্যাকসিনের জন্য নিবন্ধন বা আবেদন সম্পন্ন করেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে জেলার সব টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে। টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসনও সক্রিয় ভূমিকা রাখছে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন