সোনাগাজীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু

সোনাগাজীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু


নুর উদ্দিন রনি (বিশেষ প্রতিনিধি)-

ফেনীর সোনাগাজীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবাবপুর ইউনিয়নের সাহা বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (০১/১০/২৫)সন্ধ্যায় এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা গাজী হাবিব উল্লাহ মানিক, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পূজামণ্ডপে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল আলম ২০০টি পরিবারের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করেন।

নবাবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও সকল সনাতন ধর্মাবলম্বী নাগরিককে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

মন্তব্যসমূহ