শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী শহরের পূজা মণ্ডপে যুবদল নেতাদের পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী শহরের পূজা মণ্ডপে যুবদল নেতাদের পরিদর্শন


আলমাস শাহরিয়ার (শহর প্রতিনিধি)- 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী জেলা যুবদলের নেতৃবৃন্দ। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা এবং পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্ল্যাহ চৌধুরী বরাত, পৌর যুবদল ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক—এই কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান

মন্তব্যসমূহ