FPI Helping Hand Society কর্তৃক ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রমে সহযোগিতা প্রদান
আলমাস শাহরিয়ার শিশিরঃ
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করেছে FPI Helping Hand Society। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য প্রদান, প্রক্রিয়ার দিকনির্দেশনা এবং জরুরি সহায়তা নিশ্চিত করার মাধ্যমে প্রক্রিয়াটিকে আরও সহজ ও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভর্তি কার্যক্রম চলাকালে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রবেশদ্বার ও ভর্তি শাখায় উপস্থিত ছিলেন FPI Helping Hand Society-এর প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা। তারা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই, ফরম পূরণে সাহায্য এবং ভর্তি সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার উত্তর দিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে সহযোগিতা করেছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “শিক্ষার্থীরা যাতে সহজে এবং দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা আজ এখানে এসেছি। শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মূল উদ্দেশ্য।”
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হয়েছে এবং এতে প্রমাণিত হয়েছে যে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শিক্ষার্থীর প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি কার্যক্রমে FPI Helping Hand Society-এর এই সহযোগিতা স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন