ফেনীতে জিয়া সাইবার ফোর্সের জেলা সভাপতি সহ ৮ জনের পদত্যাগ

আনোয়ার হোসাইনঃ
ফেনীতে জিয়া সাইবার ফোর্সের জেলা কমিটি নিয়ে বিরোধ ও অসন্তোষ চরমে উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সভাপতি সহ মোট ৮ জন দায়িত্বশীল নেতা একযোগে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে- এ তালিকা আরো দীর্ঘ হতে পারে।
সম্প্রতি ঘোষিত জেলা কমিটিতে ৫ তারিখের পরে আসা নব্য বিএনপিদের পদায়ন, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এবং তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের কমিটিতে স্থান দেয়ার প্রতিবাদে তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারীরা হলেন –
১. জাহিদুল ইসলাম পারভেজ (ফেনী জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য)
২. সুমন মিয়াজী (সহ সভাপতি, ফেনী জেলা ও কেন্দ্রীয় কমিটির সদস্য)
৩. নজরুল ইসলাম (সহ সভাপতি)
৪. আব্দুল্লাহ আল মারুফ (যুগ্ম সাধারণ সম্পাদক)
৫. জাহিদুল ইসলাম (প্রচার সম্পাদক, ফেনী জেলা ও আহবায়ক, ফুলগাজী উপজেলা)
৬. মহিন উদ্দিন সুফল (প্রযুক্তি বিষয়ক সম্পাদক)
৭. রবিন মিয়াজী (সিনিয়র যুগ্ম আহবায়ক, সোনাগাজী উপজেলা)
৮. ইমাম হোসেন সাজ্জাদ (যুগ্ম আহবায়ক, সোনাগাজী উপজেলা)
পদত্যাগকারীরা বলেন, দুঃসময়ে দলের পাশে থাকা ত্যাগী নেতাকর্মীদের সম্পূর্ণ অবমূল্যায়ন করে কমিটি গঠন করা হয়েছে। অথচ যাদের কোনো ত্যাগ নেই, সেই নব্য বিএনপিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। এতে প্রকৃত কর্মীদের প্রতি চরম অবিচার হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাদেরকেই বিভিন্ন পদে স্থান দেওয়া হয়েছে। যা শুধু অনৈতিকই নয়, দলের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী।
এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা অসম্মানের বলে মন্তব্য করে পদত্যাগকারীরা বলেন –
"যেখানে ত্যাগের মূল্যায়ন নেই, সেখানে পদে থাকার কোনো মানে হয় না। জিয়া পরিবার ও ত্যাগী কর্মীদের প্রতি সম্মান রেখেই আমরা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।"
পদত্যাগের ঘটনায় জেলা জিয়া সাইবার ফোর্সে চরম অস্থিরতা বিরাজ করছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন না হলে সংগঠনে আরও ভাঙন দেখা দিতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন