ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির:

ফেনী সরকারি কলেজের অর্থনীতি বিভাগে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 “Well-being First,Success Follows” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সরকারি কলেজে অর্থনীতি বিভাগের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ে “Building Mental Well-being for the Success of the Students.” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক খন্দকার। বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো.আইয়ুব, শিক্ষক সম্পাদক মো. জহির উদ্দিন ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহাদাত হোসেন পাটোয়ারী।

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা সম্পর্কে সচেতন করা,মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা, শিক্ষা ও পরবর্তী জীবনে সফলতার সাথে মানসিক সুস্থতার যে গভীর সম্পর্ক রয়েছে তা অনুধাবন করতে শেখানো ও মানসিক সুস্থতা বিষয়ে একটি সাপোর্ট সিস্টেম গড়ার লক্ষ্য ঠিক রাখার উদ্দেশ্যকে সামনে রেখেই এ কর্মশালার আয়োজন করা হয়।

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বানু মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকেন। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, প্রভাষক কপিল ভট্টাচার্য, ইশতিয়াক উদ্দিন ও প্রতীক সিকদার উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ