ফুলগাজীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

ফুলগাজীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক


আদর পাটোয়ারী,ফুলগাজী প্রতিনিধিঃ- 

ফেনীর ফুলগাজীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে । মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ফুলগাজী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন কামরুজ্জামানের নেতৃত্বে স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সহযোগিতা করেন পুলিশের একটি টিম। 


অভিযানে মুন্সিরহাটের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোছাঃ মনোয়ারা বেগম (৪০), মোঃ জামাল (২২) এবং মোঃ নয়ন (১৮) কে আটক করা হয়। পরে মনোয়ারা বেগমের বাসায় তল্লাশি চালিয়ে ৩৮ পিস ইয়াবা এবং ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং মাদক বিক্রির ২৫৯৯ টাকা জব্দ করা হয়। আটক তিনজনের বাড়ি একই গ্রামে হওয়ায় এলাকায় মাদকের সরবরাহ চক্র নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল।


অভিযান শেষে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ফুলগাজী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার ওসি লুৎফর রহমান নিশ্চিত করেছেন যে, আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা এমন অভিযানকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন

মন্তব্যসমূহ