ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প ফর টুডে” যুব উন্নয়ন অধিদপ্তরে সরকারি নিবন্ধন লাভ করেছে

ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন “হেল্প ফর টুডে” যুব উন্নয়ন অধিদপ্তরে সরকারি নিবন্ধন লাভ করেছে
Published from Blogger Prime Android App

ফেনীর প্রান্তর ডেস্ক:
ফেনী, ১৭ সেপ্টেম্বর ২০২৫:
ফেনীর স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন *হেল্প ফর টুডে* তাদের পথচলায় একটি গুরুত্বপূর্ণ অর্জন লাভ করেছে। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত হয়েছে।

আজ ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা উপপরিচালক সাইফ উদ্দিন আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন সংগঠনের প্রেসিডেন্ট সফি উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মির তালহা, পরিচালনা পর্ষদ সদস্য কাউসারুল আলম ফুয়াদ এবং জেলা সদস্য ফয়সাল আহমেদ।

প্রেসিডেন্ট সফি উল্লাহ এ অর্জনকে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অবদানের ফলাফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন,
*“সরকারি নিবন্ধন প্রাপ্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খল, বিস্তৃত এবং টেকসইভাবে পরিচালনা করা সম্ভব হবে। যুব উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সেবামূলক কার্যক্রমে হেল্প ফর টুডে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে।”*

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে *হেল্প ফর টুডে* শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা এবং যুব নেতৃত্ব বিকাশে সক্রিয়ভাবে কাজ করে আসছে। সরকারি স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে সংগঠনটি জাতীয় পর্যায়ে কার্যক্রম বিস্তৃত করতে আরও একধাপ এগিয়ে গেল।

মন্তব্যসমূহ