২০২৪ ও ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামত ও নতুন ঘর উদ্বোধন

২০২৪ ও ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর মেরামত ও নতুন ঘর উদ্বোধন


সিরাজুল হক টিপুঃ

ফেনীতে ২০২৪ ও ২০২৫ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত ও মেরামতকৃত নতুন ঘরসমূহ উদ্বোধন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমীর মাওলানা আব্দুল হান্নান।


এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ফুলগাজি উপজেলা আমীর জামাল উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফারুক আহমদ ভুঁইয়া আজাদ, পরশুরাম পৌর আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, ফেনী সদর কালিদহ ইউনিয়ন আমীর আবু তৈয়ব, ধলিয়া ইউনিয়ন আমীর মাওলানা নুরুল করীমসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার শতশত মানুষ।


সকালে ফুলগাজী উপজেলার খিলপাড়া গ্রামের এক হাফেজকে একটি ঘর, জামমুড়া গ্রামের সাহেদা ও রহীমকে দুটি ঘর উপহার হিসেবে হস্তান্তর করা হয়। পরে পরশুরামের কোলাপাড়া গ্রামের রসুল মিয়াকে একটি ঘর প্রদান করা হয়। সালাতুল জোহরের পর আলোকদিয়ায় দুটি ঘর এবং ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনীতে আরও দুটি ঘর উদ্বোধন করা হয়।


মোট ৮টি ঘর ফেনী জেলা জামায়াতের সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন দাতা ব্যক্তির আর্থিক সহযোগিতায় নির্মাণ ও মেরামত সম্পন্ন হয়

মন্তব্যসমূহ