ফুলগাজীতে করাত কল মালিককে ভ্রাম্যমান আদালতের ১৫ হাজার টাকা জরিমানা।
আদর পাটোয়ারী ,ফুলগাজী প্রতিনিধিঃ-
ফেনীর ফুলগাজীতে অবৈধভাবে কাঠ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চাঁন মিয়া করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাকম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আক্তার।
অভিযান চলাকালে দেখা যায়, করাত কলে কাঠ রাখার কারণে সড়কে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চান মিয়া করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনসাধারণের চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন