ফুলকুঁড়ি আসর ফেনীর উদ্যোগে জেলাব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ফুলকুঁড়ি আসর ফেনীর উদ্যোগে জেলাব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


আলমাস শাহরিয়ার শিশির

“নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটাকে” – এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, ফেনী শহর শাখা-এর উদ্যোগে ফেনীতে অনুষ্ঠিত হলো এক জমজমাট জেলাব্যাপী বিজ্ঞান মেলা।

ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই মেলায় শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মেলায় ফেনী জেলার বিভিন্ন স্বনামধন্য স্কুল-কলেজ থেকে মোট ৪৫টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়। এসব প্রজেক্টে খুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শক ও অভিভাবকরা। এবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ জাতীয় বিজ্ঞান জাদুঘর থেকে আগত দুটি ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী গাড়ি, যা শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞানকে উপভোগ করার সুযোগ করে দেয়।



প্রতিযোগিতা

বিজ্ঞান মেলায় ছিল চার ধরনের প্রতিযোগিতা।

কুইজ প্রতিযোগিতা: অংশগ্রহণ করে এক হাজারেরও বেশি শিক্ষার্থী।

বিজ্ঞান বিষয়ক বক্তৃতা: অংশ নেয় ১০০ জনের বেশি শিক্ষার্থী।

রুবিকস কিউব প্রতিযোগিতা: অংশগ্রহণ করে প্রায় ১০০ জন প্রতিযোগী।

প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ীরা


সিনিয়র গ্রুপ

প্রথম: ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

দ্বিতীয়: ফেনী জি এ একাডেমি

তৃতীয়: ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ


জুনিয়র গ্রুপ

প্রথম: ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

দ্বিতীয়: ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল

তৃতীয়: পরশুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়


বিচারক মণ্ডলী

প্রকৌশলী হাফিজুর রহমান (প্রধান, আরএসি বিভাগ, ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ)

প্রকৌশলী তানজিন আরা (প্রধান, কম্পিউটার বিভাগ)

স্বদেশ দত্ত (চিফ ইনস্ট্রাক্টর, রসায়ন বিভাগ)


অতিথি ও দায়িত্বপ্রাপ্তরা

মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সম্মানিত কাউন্সিলর ও ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় আসরের সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার।
সভাপতিত্ব করেন প্রকৌশলী কাজী মেজবাউল ইসলাম, শাখার কৃষি-শিল্প-বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সামিউল আজিম তিশাদ (বিজ্ঞানচক্র সম্পাদক) এবং মুনতাসীর আহমেদ মাহি (পরিচালক)।
সঞ্চালনা করেন খালেদ সাইফুল্লাহ মাসুম (অফিস সম্পাদক)।
খাদ্য বিভাগের দায়িত্বে ছিলেন মোহাম্মদ তাহা (অর্থ সম্পাদক) এবং মিডিয়া ও ফটোগ্রাফি বিভাগের দায়িত্বে ছিলেন শাহজাদা আহমদ হোসেন (সাংস্কৃতিক সম্পাদক)।

এছাড়াও মেলায় ছিল বিশেষ পিঠাঘর ও প্রকাশনা বিভাগের আয়োজন। অনুষ্ঠানটি সফল করতে ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখার কর্মীপরিষদ সদস্যরা বিভিন্ন দায়িত্ব পালন করেন। শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রোভার-স্কাউট টিম।

অংশগ্রহণ ও প্রতিক্রিয়া

প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ফেনীতে এর আগে এত বড় ও আকর্ষণীয় বিজ্ঞান মেলা তারা দেখেননি। খুদে বিজ্ঞানীদের প্রতিভা দেখে তারা সবাই অভিভূত হয়েছেন।

মন্তব্যসমূহ