ফেনী সরকারি কলেজে ইকোরেভোলিউশনের আয়োজনে ইকো ডায়ালগ অনুষ্ঠিত
আলমাস শাহরিয়ার শিশিরঃ
ফেনী সরকারি কলেজে ইকোরেভোলিউশনের আয়োজনে ইকো ডায়ালগ অনুষ্ঠিত
বৃহঃবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ফেনী সরকারি কলেজের বোটানী ডিপার্টমেন্টের ল্যাব রুমে অনুষ্ঠিত হলো ফেনীর উদ্যোমী পরিবেশপ্রেমী তরুণদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক এক বিশেষ আয়োজন- "ইকো ডায়ালগ"।
এই ইকো ডায়ালগের উদ্দেশ্য হলো তরুণদের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় সচেতনতা, অংশগ্রহণ ও বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজা। অনুষ্ঠানে ৬০ জনেরও বেশি সদস্য, তরুণ নেতা, ছয়টি উপজেলারই প্রতিনিধি ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি অংশ নেন।
শুরু থেকেই সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাতুল কবির (হোস্ট) এবং কো-হোস্ট হিসেবে ছিলেন উপমা মজুমদার। মূল সেশনে স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ইকোরেভোলিউশনের সেন্ট্রাল এইচআরও সাজ্জাদুল হক সানি। তিনি ক্লাইমেট চেঞ্জ, এনার্জি ট্রানজিশন ও লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে বিশদ আলোচনা করেন।
পরবর্তীতে মূল আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ইকোরেভোলিউশনের প্রতিষ্ঠাতা ও সেন্ট্রাল প্রেসিডেন্ট মেহেরাজুল হক। তিনি ক্লাইমেট জাস্টিস, নীতি প্রণয়ন ও তরুণদের নেতৃত্বের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন এবং প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তার অনুপ্রেরণাদায়ী বক্তব্যে উপস্থিত সকলে গভীরভাবে উদ্বুদ্ধ হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোরেভোলিউশনেরত উপদেষ্টা এবং ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ মিলন। তিনি বলেন- “আজকের এই প্রজন্মই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করবে। পরিবেশ রক্ষার আন্দোলনে ইকোরেভোলিউশনের মতো সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। এ ধরনের ডায়ালগ তরুণদের চিন্তাকে সমৃদ্ধ করবে এবং তাদের বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার সুযোগ তৈরি করবে।”
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও-লায়ন মুরাদ হাসনাত রাফি, মুহাইমিন তাজিমসহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধি এবং বিজ্ঞ যুব নেতৃত্ব। গবেষণা সার্ভের উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি টিমও যোগ দেয়। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইকোওয়ারিয়র ইনতেসার উল্ল্যাহ ফারহান।
প্রথম পর্ব শেষে অনুষ্ঠিত হয় পোস্টার প্রেজেন্টেশন। টিম আলফা, টিম বিটা, টিম গামা এবং টিম সিগমা তাদের নিজস্ব আইডিয়া উপস্থাপন করে। তারা জলবায়ু পরিবর্তন ও পরিবেশসংক্রান্ত স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে এবং সম্ভাব্য সমাধান প্রস্তাবনা দেয়।
মনোমুগ্ধকর এ আয়োজনের সমাপ্তি ঘটে সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে। ইকোরেভোলিউশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেরাজুল হক বলেন- “ইয়ুথদের এগিয়ে আসতে হবে, লিডারশিপের চর্চা করতে হবে। ক্লাইমেট জাস্টিস নিশ্চিত করতে হবে।”
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন