ফেনীতে মানবসেবা সমাজকল্যাণ অধিকারের মেডিকেল ক্যাম্প
ইমাম হোসেন আদরঃ
সামাজিক সংগঠন ফেনী জেলা মানবসেবা সমাজকল্যাণ অধিকার সংগঠনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে সল্পমূল্যে মেডিকেল ক্যাম্প ও ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি রামপুর বালিকা বিদ্যালয় মিলনায়তন রবিবার (০৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়।
ফেনী স্বেচ্চাসেবক পরিবারের সহযোগিতায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনার প্রায় ২ শতাধিক মানুষের মাঝে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা ও ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।
এসময় কুইন নার্সিং কলেজের অধ্যাপক ডা: আলাউদ্দিন মজুমদার, ডা:আবদুল কাদের পিন্টু, ডা:নওশিন নাওয়ার প্রমা, ডা: আবুল কালাম মঞ্জুর মোরর্শেদ।
মেডিক্যাল ক্যাম্প ও ফ্রী ব্লাডগ্রুপ ক্যাম্পিং পরিদর্শন করেন মানবসেবা সমাজকল্যাণ অধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা রবিউল আলম মিঠু, সানরাইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, সংগঠক ওসমান গনি রাসেল, সূর্যোদয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠা আসমা বিনতে আশ্রাফ, ফেনী জেলা শিক্ষক সমিতির সদস্য সাংবাদিক আতিক বাদল, আজকের খবরের ফেনী জেলা প্রতিনিধি কাজী নজরুল হায়দার , ডাঃ ফারুক সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক ব্যক্তিকে সেবা প্রদান করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন