চট্টগ্রামে ফেনীর ইসলামী আন্দোলন পরিবারের প্রীতি সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রামে ফেনীর ইসলামী আন্দোলন পরিবারের প্রীতি সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত


আনোয়ার হোসাইনঃ

চট্টগ্রামে ফেনীর ইসলামী আন্দোলন পরিবারের প্রীতি সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রামে বসবাসরত ফেনী জেলার ইসলামী আন্দোলনের সাবেক ও বর্তমান সদস্য, কর্মী, সমর্থক, সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে প্রীতি সমাবেশ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আখতার উদ্দিন, আলহাজ্ব শাহজাহান চৌধুরী (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি, কক্সবাজার-৩), মুহাম্মদ নজরুল ইসলাম (সাবেক আমীর ও দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগরী), অধ্যাপক মুহাম্মদ নূরুল আমীন (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক আমীর, চট্টগ্রাম মহানগরী), অধ্যাপক লিয়াকত আলী জুঁইয়া (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী), এ. কে. এম. শামছুদ্দিন (সাবেক আমীর, ফেনী জেলা), মাওলানা মুফতি আব্দুল হান্নান (আমীর, ফেনী জেলা), অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী-২ আসনের মনোনীত প্রার্থী), ডা. মো. ফখরুদ্দিন মানিক (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ফেনী-৩ আসনের মনোনীত প্রার্থী), এডভোকেট এস এম কামাল উদ্দিন (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী-১ আসনের মনোনীত প্রার্থী), অধ্যাপক আবু ইউসুফ (নায়েবে আমীর, ফেনী জেলা) প্রমুখ।


সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের সভাপতি আব্দুশ্ সালাম চৌধুরী আজাদ।


আয়োজক সূত্রে জানা গেছে, ফেনী জেলার ইসলামী আন্দোলনের ভ্রাতৃপ্রতিম নেতাকর্মীদের দীর্ঘদিন পর একত্রিত করার লক্ষ্যে এ সমাবেশ ও মিলনমেলার আয়োজন করা হয়। এতে ফেনীর বিভিন্ন প্রজন্মের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মিলিত হয়ে অতীতের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

মন্তব্যসমূহ