ফেনীতে মেজর (অব.) সাইদ ইস্কান্দারের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

ফেনীতে মেজর (অব.) সাইদ ইস্কান্দারের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির, শহর প্রতিনিধি

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাইদ ইস্কান্দারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর ফেনী শহরের তাকিয়া মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Published from Blogger Prime Android App

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) সাইদ ইস্কান্দার ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তাঁর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, আনোয়ার পাটোয়ারী, ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা মেজর (অব.) সাইদ ইস্কান্দারের রাজনৈতিক অবদান, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তাঁরা প্রয়াত এ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর দেখানো আদর্শে চলার আহ্বান জানান

মন্তব্যসমূহ