ফেনীতে মেজর (অব.) সাইদ ইস্কান্দারের মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

আলমাস শাহরিয়ার শিশির, শহর প্রতিনিধি
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাইদ ইস্কান্দারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর ফেনী শহরের তাকিয়া মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং ফেনী জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) সাইদ ইস্কান্দার ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ নেতা। তাঁর স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপি’র সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, আনোয়ার পাটোয়ারী, ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মেজর (অব.) সাইদ ইস্কান্দারের রাজনৈতিক অবদান, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি তুলে ধরেন। তাঁরা প্রয়াত এ নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর দেখানো আদর্শে চলার আহ্বান জানান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন