সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নুর উদ্দিন রনি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাগাজীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা।
এসময় আরও বক্তব্য দেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন চেয়ারম্যান, ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান হাবিবুল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বকর সিদ্দিক মারুফ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদী।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় ঐক্য সুসংহত করে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন