ফেনীতে সন্ধ্যা নামলেই সড়কে অবৈধ দখল, ভোগান্তিতে সাধারণ মানুষ

আনোয়ার হোসাইন:
সন্ধ্যা নামলেই ফেনী শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোর চিত্র পাল্টে যায়। শহরের বিভিন্ন এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন আর ভাসমান দোকানদারের দখলে নেমে আসে বিশৃঙ্খলা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা জট লেগে যাচ্ছে শহরের ব্যস্ত সড়কগুলোতে।
শহরের ট্রাংক রোড, সিলোনিয়া রোড, মহিপাল মোড়, মিজান রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় সন্ধ্যার পরপরই ভাসমান দোকান বসতে শুরু করে। দোকানদাররা ফুটপাত দখল করলেও অনেকে পণ্য সাজিয়ে রাস্তায় রাখেন। এদিকে বিভিন্ন পরিবহন ও ব্যক্তিগত গাড়ি সড়কের যত্রতত্র পার্কিং করে রাখায় চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়ছে।
অফিস ফেরত যাত্রী শামীম আহমেদ বলেন, “প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে ফিরতে গেলে অল্প দূরত্ব যেতে ঘণ্টারও বেশি সময় লেগে যায়। সড়কে গাড়ির ভিড় আর দোকানের ভিড় মিলিয়ে হাঁটা পর্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।”
স্থানীয় এক গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বলেন, “বাজার করতে আসলে শিশুদের সঙ্গে হাঁটা প্রায় অসম্ভব হয়ে যায়। ফুটপাত নেই, রাস্তাও দোকানদাররা দখল করে রেখেছে।”
ফেনী ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা নিয়মিত অভিযান চালাই। কিন্তু অভিযান শেষ হলেই দখলদাররা আবার একইভাবে বসে পড়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।”
অন্যদিকে ফেনী পৌরসভার এক কর্মকর্তা বলেন, “ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল মুক্ত রাখতে আমরা কাজ করছি। তবে জনগণের সহযোগিতা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
একদিকে সড়ক সংকুচিত হচ্ছে, অন্যদিকে শহরে গাড়ির সংখ্যা বাড়ছে। যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে ফেনীর যানজট ঢাকার মতো ভয়াবহ রূপ নেবে।
ফেনীবাসীর আশা, প্রশাসনের নিয়মিত নজরদারি ও শক্ত পদক্ষেপের মাধ্যমে এই অব্যবস্থাপনা দূর হয়ে শহরে স্বাভাবিক চলাচল ফিরবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন