সোনাগাজীতে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

নুর উদ্দিন রনি:
ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযানে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভোরে মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তরাঞ্চলে এএসআই পদু মুত্তর বড়ুয়া, এসআই পলাশ চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতের নাম শাহজাহান প্রকাশ সাজু (২৭)। তিনি মাইন উদ্দিন প্রকাশ ছট্টুর ছেলে ও উপজেলার সমপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, সাজুর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে।
ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতারের পর তাকে থানায় আনা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাজু এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন