ফেনীতে শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমাস শাহরিয়ার শিশির
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে ফেনী জেলা হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন)।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এড. পার্থ পাল চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন