সকল স্তরে ধর্মীয় অনুশাসন নিশ্চিত করতে পারলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব

সকল স্তরে ধর্মীয় অনুশাসন নিশ্চিত করতে পারলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভব

এম এ এইচ আতিক

সকল স্তরে ধর্মীয় অনুশাসন নিশ্চিত করতে পারলে শান্তিময় বিশ্ব গড়ে তোলা সম্ভবঃ ডা. মানিক

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে,"এখনই পদক্ষেপ নিই,শান্তিময় বিশ্ব গড়ি" স্লোগানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এবং ইয়ুথ এম্বাসাডর গ্রুপের উদ্যোগে সোনাগাজী উপজেলায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত "শান্তি সমাবেশে" প্রধান মেহমানের আলোচনা ফেনী-৩ দাগনভূঁঞা-সোনাগাজী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডাঃ মো: ফখরুদ্দিন মানিক  এ কথা বলেন।

সুসাশনের জন্য নাগরিক (সুজন) এর সোনাগাজী উপজেলার সমন্নায়ক  আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে  ডা: মানিক আরো বলেন"আজকে সারা বিশ্বে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। গনতন্ত্র, মানবাধিকার, বৈষম্যহীন রাষ্ট্র এবং নারীর স্বাধীনতা কেবল মুখরোচক শব্দ মাত্র। পশ্চিমা বিশ্ব সহ সারা পৃথিবীতে যারাই শান্তি,মানবতা এবং গনতন্ত্রের কথা বলছেন তারাই পৃথিবীকে যুদ্ধ ক্ষেত্রে পরিনত করেছে। সুতারাং দুনিয়ার কোন আদর্শ, মতবাদ নয়, কেবলমাত্র ধর্মীয় অনুশাসন মেনে চলে এই বিশ্বকে শান্তিময় করে গড়ে তোলা সম্ভব। রাসুল স: ই  হচ্ছেন শান্তির বার্তা বাহক। নবুয়্যতের পুর্বে তিনি সমাজে শান্তি এবং নিরাপত্তার জন্য হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন এবং কুরাআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একটি উত্তম রাষ্ট্র ব্যাবস্থার মডেল উপস্থাপন করেন।

তিনি আরো বলেন, আমাদের প্রিয় জন্ম আজ নানা ষড়যন্ত্রের শিকার,২৪ জুলাই অভ্যুথানের রক্তের সাথে আজ অনেকেই বিশ্বাসঘাতকতা করছেন।জুলাই ঘোষনা এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বীরদের সম্মানিত করতে হবে।এবং একটি সুষ্ঠ,অবাদ, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড অন্তবর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে। তিনি শান্তি,নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন খাদিজাতুল কোবরা রা: মহিলা মাদ্রাসার শিক্ষক মাও মো: মোস্তফা, আল জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার সুপার মাও কালিম উল্লাহ, খেলাফত আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাও মো: হিজবুল্লাহ,বিশিষ্ট ব্যাবসায়ী মহসিন ভূঁঞা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান,নারী নেত্রী ফরিদা পারভীন, সাংবাদিক ওমর ফারুক,  আমজাদ হোসেন,আফসার হোসেন,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ