ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতির বাসায় চুরি
ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতির বাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক:
ফেনী সদর উপজেলার শান্তি কোম্পানি রোডে ভাড়া বাসায় তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগী বাসার ভাড়াটিয়া হলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেনী জেলা সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ শুক্রবার বিকেলে স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি শহরের শান্তি কোম্পানি রোডের মাসকেট ভবনের পূর্ব পাশের ভাড়া বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা।
ভেতরে প্রবেশ করে দেখা যায়, আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন জরুরি কাগজপত্র নিয়ে গেছে চোরচক্র।
এলাকাবাসী জানান, ফজরের নামাজ পর্যন্ত বাসার দরজায় তালা অক্ষত ছিল। তবে সকাল ৯টার দিকে তালা কাটা অবস্থায় দেখা যায়। তাদের অভিযোগ, বহু তলা বিশাল ওই ভবনে কোনো দারোয়ান বা নিরাপত্তাকর্মী রাখা হয়নি।
এ বিষয়ে ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ বলেন, “আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত চোরচক্রকে আইনের আওতায় আনা জরুরি।”
👉 চাইলে আমি এটিকে আরও ছোট নিউজ বুলেটিন আকারে সাজিয়ে দিতে পারি, যেমন টিভি/অনলাইন নিউজে দেয়া হয়। চাইবেন কি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন