ফুলগাজীর জিএমহাটে যৌথ বাহিনীর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
আদর পাটোয়ারী || উপজেলা প্রতিনিধি,ফুলগাজী:
ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। বৃহঃবার (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের নিজ বসতঘর থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—জিএমহাট ইউনিয়নের নুরপুর এনায়েতুল্লাহ ভূঁইয়া বাড়ির আব্দুল হালিম বতন (৫৫) ও তার স্ত্রী রেজিয়া বেগম রাজু(৫০)।
যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে রেজিয়া বেগমের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ বিষয়ে ফুলগাজী থানা সর্বদা সচেতন ও সোচ্চার। এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ ঘটনায় ফুলগাজী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন