সোনাগাজীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ হাজার গাছের চারা বিতরণ

নুর উদ্দিন রনি :
ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন ও কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া। এছাড়া বক্তব্য দেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেল্লাল হোসেন। কোরআন তেলাওয়াত করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম এবং গীতা পাঠ করেন উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা সুমন চন্দ্র পাল।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ রক্ষা ও প্রজন্মকে সবুজমুখী করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন