পৃথিবী এখন ইন্টেলেকচুয়াল ওয়াল্ড, তাই মেধা ও যোগ্যতায় নিজেদের তৈরি করতে হবে” — নুরুল ইসলাম সাদ্দাম

“পৃথিবী এখন ইন্টেলেকচুয়াল ওয়াল্ড, তাই মেধা ও যোগ্যতায় নিজেদের তৈরি করতে হবে” — নুরুল ইসলাম সাদ্দাম
Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “আগামী পৃথিবী মেধাবীদের হাতে পরিচালিত হবে। এজন্য আমাদের এমনভাবে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে, যেন আমরা সেই নেতৃত্ব দিতে সক্ষম হই। অযোগ্যরা নেতৃত্বে এলে সমাজ ও রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয়, কিন্তু যোগ্য নেতৃত্বের মাধ্যমেই পৃথিবীর ভারসাম্য বজায় থাকে।”

তিনি এ কথা বলেন ১৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ফেনী শহর শাখা আয়োজিত উপশাখা প্রতিনিধি সমাবেশে।

Published from Blogger Prime Android App

অনুষ্ঠানে ফেনী শহর শাখা সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনা ও শাখা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম আবু মুসা, শহর অফিস সম্পাদক মীর মোহাম্মদ জিলানী, প্রচার সম্পাদক এনামুল হক, আইন সম্পাদক নুর হোসেন, প্রকাশনা সম্পাদক নাজমুল হকসহ শহরের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “সৎ নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো কথা ও কাজের মিল থাকা। নিয়মিত দান-সদকা করা, অসহায়দের আহার যোগানো, মাদক নির্মূলে কাজ করা, শিক্ষা সম্প্রসারণে সহযোগিতা করা এবং প্রতিটি মানুষকে সম্পদে রূপান্তরিত করাই প্রকৃত নেতৃত্বের কাজ।”

মন্তব্যসমূহ