ফেনীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

ফেনীতে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
Published from Blogger Prime Android App

আলমাস শাহরিয়ার শিশির:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহশিক্ষা কার্যক্রমের আওতায় ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় দুইদিনব্যাপী রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের উপ যুব প্রধান-১ আব্দুল হালিম জুলহাস। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আ.ন.ম. আবদুর রহিম, জনাব কামরুল জামান মজুমদার, অত্র মাদরাসার রেড ক্রিসেন্ট শিক্ষক ইনচার্জ জনাব মোঃ মেছবাহ উদ্দিন সালমান, বাংলা বিভাগের প্রভাষক জনাব মো: কামরুজ্জামান এবং যুব রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব শামসুল আরেফিন।

এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ প্রধান ইস্তিয়াক বিন আলম সিয়াম।

উক্ত প্রশিক্ষণে মাদরাসার মোট ৫৬ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সেবাদান বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভ করেন।

মন্তব্যসমূহ