এফজিসি ক্লাব কর্তৃক ফেনী কলেজে বৃক্ষরোপণ ও মাঠ পরিচর্যা কর্মসূচি পালিত

এফজিসি ক্লাব কর্তৃক ফেনী কলেজে বৃক্ষরোপণ ও মাঠ পরিচর্যা কর্মসূচি পালিত
Published from Blogger Prime Android App 
নিজস্ব প্রতিবেদক:
ফেনী সরকারি কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন এফজিসি ক্লাব বৃহঃবার (১১ সেপ্টেম্বর) ফেনী কলেজ প্রাঙ্গণে মাঠ পরিচর্যা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। 

শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে কলেজ মাঠকে খেলার উপযোগী করা, মাঠের দুই পাশে বৃক্ষরোপণ ও বধ্যভূমির পাশে  পরিচ্ছন্নতার কাজ করা হয়। সবুজ পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতার বিকাশ ঘটানো ছিলো এই কর্মসূচির মূল উদ্দেশ্য। 

এতে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যসহ ফেনী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ সময় আরো উপস্থিত ছিলো মুহাইমিন তাজিম, সায়েম মাহমুদ, সোহরাব হোসেন, জিয়া উদ্দিন, আরিফ হোসেন, সাইদুল ইসলাম, জুবায়ের হোসেন, মিরাজ, শ্রেয়ান আহমেদ সাকিব, শাওন, রিসান, খালেদ, দ্রীপ্ত, পিয়ম, সামিয়া, ঋতু, মারেফা, আদৃতা, নিগারসহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

এফজিসি ক্লাবের প্রতিনিধি মুহাইমিন তাজিম জানান "ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা কলেজে খেলাধূলা করতে পারে এবং সুন্দর সবুজ বনায়নে ক্যাম্পাস সুশোভিত হয়।"

পরিবেশ সচেতনতার এ উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে।

মন্তব্যসমূহ